Latest Update :

"বিবেক এবং সত্য" নামের ব্লগারকে বলছি। অাপনি কেন এমন ছন্নছাড়া লেখা লেখেন?


অাচ্ছা "সত্য এবং বিবেক"


অাপনি প্রমান করুন, অাপনার পরদাদা ১১০ বছর অাগে ভানুমতিকে ২ অানা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিয়া ছিলেন।
এবং তখন অাপনি কোথায় ছিলেন?

ধরুন, অাপনার বিশ্বাস মত ঈশ্বর বা অাল্লাহ নেই । তো, এত বুদ্ধিদ্বীপ্ত, সুন্দর, সুগঠিত, সুনিয়ন্ত্রিত, একটা সিস্টেম দ্বারা পরিচালিত মানুষ কে তৈরী করলো?

ধরুন, পৃথিবীতে মানুষ নেই । অার সবকিছু অাছে।

যেমন-অন্যান্য সকল প্রানী, সমস্ত ফল, খাদ্যশস্য।

তো, যদি অাপনি যদি গোগ্রাসে এগুলো না খেয়ে পায়খানা বোঝাই না করতেন-তবে পৃথিবীর কি হাল হতো জানেন?

তাহলে বোঝা যায়, পৃথিবীর যত ভালো ভালো, উন্নতমানের খাদ্য -তার সিংহভাগ মানুষ খেয়ে সাবাড় করছে।

অাপনি বলুন, এর কোনটা অাপনি বা অাপনার কোন দাদা এগুলো তৈরী করেছে?

নিঃসন্দেহে অাপনি একটা দামি প্রোডাক্ট।

একটা দামি প্রাডাক্ট যখন তৈরী হয় তখন এর সাথে একটা নির্দেশনা থাকে?

তো অাপনার নির্দেশনা কি?

কোন প্রোডাক্ট কি নিজে নিজে তার জন্য নির্দেশনা দেয় না যিনি তৈরী করেছেন তার থেকে নির্দেশনা দেয়া হয়?

পাগলামী বাদ দিয়ে-সোজা রাস্তায় অাসুন।

সামান্য কুয়োর ব্যঙ হয়ে মহাসাগরের গভীরতা মাপতে যাবেন না।

অাপনি মানুষ, অাশরাফুল মাখলুকাত। অবশ্যই অাপনাকে এমনি এমনি সৃষ্টি করা হয় নাই।

মাথাটা খাটান, একটা সূর্য নিয়ে ভাবুন? কে একে একটি নিয়মে বাধিত করে রেখেছেন?

অাপনার শরীরের জন্য পুষ্টি সমৃদ্ধ নানান ফল-ফলাদী-গাছ থেকে হরেক স্বাদে কে বাহির করে দেয়-ভেবে দেখুন?

মাটির নীচে কোটি কোটি গ্যালন বিশুদ্ধ পানি, রান্নার জন্য গ্যাস, অাকাশ থেকে বৃষ্টি( যা না হলে কোন সৃষ্টিকুল বেচে থাকা অসম্ভব ছিলো) কিভাবে অাপনাকে বাচিয়ে রেখেছে ভাবুন!!!

অাপনার অটো মেড প্রকল্পো মুখ থুবড়ে পড়বে।

সর্বশেষ বলি, পৃথিবী সৃষ্টি থেকে যে গতিতে ঘুড়ছে বা অাবর্তিত হচ্ছে তার সেই অাবর্তন গতি সামন্যতম কম বেশি হলে পুরো মানব অস্তিত্ব বিপর্যয়ের মুখে পড়বে তা কি জানেন?

তো, একদম একই গতিতে হাজার-কোটি বছর কিভাবে তেল-গ্যাস-ডিজেল ছাড়া এটি চলছে ব্যাখ্যা দিন?
Share this article :

Post a Comment

Angels (2) Fun (12) Local Music (13) News (22) Open Sex (4) Real (14) Teach (15)
 
Support : Creating Website | NFAID Template | SDP Template
Copyright © 2011-16. NEWCLOUDTUBE - All Rights Reserved
Template Created by Creating Website Published by NFAID Template
Proudly powered by Blogger\\Certified