ইউএসবি যেমন দরকারি জিনিস তেমনি ক্ষতিকর একটি মিডিয়া হয়ে দাড়ায় যখন আপানার পিসির ইউএসবি মিডিয়া দিয়ে কেউ আপনার পিসিকে হ্যাক বা ক্ষতি করার চেষ্টা করবে। তাই আপনি ইচ্ছা করলে আপনার পিসির ইউএসবি বন্ধ রাখতে পারেন। প্রয়োজনের সময় নিজেই ইউএসবি অ্যাক্টিভ করে কাজ করতে পারবেন।